বাসস ক্রীড়া-২০ : বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ অস্ট্রেলিয়ার

578

বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-বাংলাদেশ-অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ অস্ট্রেলিয়ার
নটিংহাম, ২০ জুন, ২০১৯ (বাসস) : নিজেদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া। দ্বাদশ বিশ্বকাপের ২৬তম ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভার ৫ উইকেটে ৩৮১ রান করে অসিরা। বাংলাদেশের বিপক্ষেএটিই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ৫০ ওভারে ৮ উইকেটে ৩৬১ রান। ২০১১ সালে ঢাকায় দ্বিপক্ষীয় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ঐ স্কোর করেছিলো অস্ট্রেলিয়া।
তবে বাংলাদেশের বিপক্ষে করা ৫ উইকেটে ৩৮১ রান ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার। ওয়ানডেতে অসিদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫০ ওভারে ৪ উইকেটে ৪৩৪ রান। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের পঞ্চম ম্যাচে ঐ স্কোর করেছিলো অসিরা। পরে ৪৩৫ রানের টার্গেট টপকে ১ উইকেটে ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা।
বাসস/এএসজি/এএমটি/২১৫৫/স্বব