২০১৮ সালে প্রায় সাড়ে ৭ লাখ কর্মী বিদেশে গিয়েছে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

289

সংসদ ভবন, ২০ জুন ২০১৯ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বলছেনে, গত বছর বাংলাদেশ থেকে ৭ লাখ ৩৪ হাজার ১৮১ জন কর্মী বিদেশে গিয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের নূর মোহাম্মদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, এছাড়া ১৯১৪ সালে বিদেশগামী কর্মীর সংখ্যা ছিল ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন, ২০১৫ সালে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন, ২০১৬ সালে৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন এবং ২০১৭ সালে এ সংখ্যা ছিল ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় যৌক্তিক পর্যায়ে হ্রাস করে শ্রম বাজার সম্প্রসরণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে অভিবাসন ব্যয় হ্রাসে সরকার বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬ প্রণয়ন করা করেছে। নীতিমালায় অধিকহারে দক্ষ কর্মী প্রেরণসহ প্রধান প্রধান দেশসমূহের দেশ ভিত্তিক সর্বোচ্চ অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে।