আগামীকাল বিশ্ব সঙ্গীত দিবস

437

ঢাকা, ২০ জুন, ২০১৯ (বাসস) : বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের প্রায় ১২০টি দেশে আগামীকাল ২১ জুন পালিত হবে বিশ্ব সঙ্গীত দিবস। ১৯৮২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
১৯৮১ সালে দিবসটি নিয়ে প্রথম চিন্তা শুরু করেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ঝ্যাক ল্যাং। ‘গান হবে মুক্ত সংশয়হীন’-এই স্লোগান নিয়ে ১৯৮২ সালে ফ্রান্সে ‘ফেত দ্যা লা মিউজিক ‘বা‘ মেক মিউজিক ডে’ নামে একটি দিনের শুরু হয়। ১৯৮২ সালে এই দিনটি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ -তে রূপ নেয়।
আবার অনেকের মতে, ১৯৭৬ সালে ফ্রান্সে মার্কিন সংগীত শিল্পি জোয়েল কোহেন ‘সামার সোলস্টাইস’ বা গ্রীস্মকে উদযাপন করতে সারারাত গান চালিয়ে যাওয়ার প্রস্তাব করেন। সেই প্রস্তাবনার ফলাফল ২১ জুনের সংগীত দিবস। এ দিনটি উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হওয়ায় বিশ্ব সংগীত দিবস হিসাবে বেছে নেয়া হয় ।
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এদিন বিকেল ৪টা থেকে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে, সমবেত সংগীত, যন্ত্রসংগীত, বিদেশী ভাষায় গান।
আয়োজনে আরো থাকছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।