বাসস ক্রীড়া-১০ : বল টেম্পারিংয়ের অভিযোগে শ্যলংকার ৫ রান জরিমানা

700

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-চান্ডিমাল
বল টেম্পারিংয়ের অভিযোগে শ্যলংকার ৫ রান জরিমানা
সেন্ট লুসিয়া, ১৭ জুন ২০১৮ (বাসস/এএফপি) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সেন্ট লুসিয়া টেস্টে বল টেম্পারিং-এর দায়ে সফরকারী দল শ্রীলংকাকে ৫ রান জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার ফুটেজ দেখে শ্রীংলকার বিপক্ষে অভিযোগ আনেন ম্যাচ অফিসিয়ালরা। এরপর ম্যাচ অফিসিয়ালরা শ্রীলংকার বিপক্ষে বল টেম্পারিংয়ের বিষয়টি নিশ্চিত করেন।
ফলে তৃতীয় দিন নতুন বলে খেলা শুরুর সিদ্বান্ত নেয়া হয়। ঐ সিদ্বান্তের প্রতিবাদ জানানোর পাশাপাশি তৃতীয় দিন মাঠে নামতে অস্বীকৃতি জানায় শ্রীলংকা। তাই দেড় ঘন্টা খেলা বন্ধ ছিলো।
পরবর্তীতে খেলার জন্য মাঠে আসলেও ৫ রান পেনাল্টির কথা শুনে আবারও মাঠ ত্যাগ করেন চান্ডিমালরা। এরপর আবারো ৪০ মিনিট বন্ধ থাকে খেলা। তবে পরবর্তীতে মাঠে ফিরে শ্রীলংকা ক্রিকেট দল।
তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ১৩ রানে পিছিয়ে শ্রীলংকা।
বাসস/এএফপি/এএমটি/১৭২৫/মোজা/স্বব