বজিস-৮ : মাদারীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

174

বজিস-৮
মাদারীপুর-মতবিনিময়
মাদারীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা
মাদারীপুর, ২০ জুন, ২০১৯ (বাসস) : জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের সিভিল সার্জন মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে জেলার ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এবার জেলায় ৬ মাস থেকে ১১ বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। এ সময় শিশুদের মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য নানা বিষয় নিয়ে আলোচনা করেন সদর হাসপাতালের চিকিৎসক এস. এম খলিলুজ্জামান ও জহিরুল ইসলাম ফিরোজ। আগামী ২২ জুন মাদারীপুরের ৪টি উপজেলার ১ হাজার ৪শ’ ৯২টি কেন্দ্রে ২ হাজার ৯৮৪ জন সেচ্ছাসেবক এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে।
বাসস/সংবাদদাতা/১৪৫৫/-নূসী