বাসস ক্রীড়া-৯ : সুইডেনের প্রত্যাবর্তনের ম্যাচে জ্বলে উঠতে চায় দক্ষিণ কোরিয়া

338

বাসস ক্রীড়া-৯
ফুটবল-সুইডেন-দক্ষিণ কোরিয়া
সুইডেনের প্রত্যাবর্তনের ম্যাচে জ্বলে উঠতে চায় দক্ষিণ কোরিয়া
মস্কো (রাশিয়া), ১৬ জুন ২০১৮ (বাসস/এএফপি) : আগামীকাল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ‘এফ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দু’দল।
দুই আসর পর আবারো বিশ্বকাপ ফুটবল আসরে খেলতে নামছে সুইডেন। ২০১০ ও ২০১৪ সালের বাছাই পর্বের বাঁধা টপকাতে পারেনি তারা। তাই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটিই সুইডেনের জন্য প্রত্যাবর্তন।
আট বছর পর বিশ্বকাপ খেলতে নামলেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী সুইডেন। কোচ জানে এন্ডারসন বলেন, ‘প্রথম ম্যাচের জন্য আমরা তৈরি। প্রতিপক্ষ শক্তিশালী দল। তবে আমরা যেকোনভাবে ভালো পারফরমেন্স করার জন্য প্রস্তুত।’
বিশ্বকাপের আগে দু’টি প্রীতি ম্যাচের দু’টিতেই ড্র করেছে সুইডেন। ডেনমার্ক ও পেরুর সাথে গোলশূন্য ড্র করে তারা।
সুইডেনের মত এটি প্রত্যাবর্তন ম্যাচ নয় দক্ষিণ কোরিয়ার। ১৯৮৬ সালের পর থেকে সবগুলো বিশ্বকাপেই অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়া। গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলো তারা। কিন্তু এবার গ্রুপ পর্বের বাঁধা পেরোতে চান দক্ষিণ কোরিয়া শিন তায়ে ইয়ং। তিনি বলেন, ‘গতবার আমরা ভালো করতে পারিনি। তবে এবার আসরে ভালো ফল করতেই রাশিয়ায় এসেছি আমরা। আমাদের প্রধান লক্ষ্য গ্রুপ পর্ব টপকানো’।
বাসস/এএফপি/এএমটি/১৬৫০/মোজা/স্বব