বাসস বিদেশ-৩ : মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

200

বাসস বিদেশ-৩
ইরান-যুক্তরাষ্ট্র-সংঘাত
মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান
তেহরান, ২০ জুন, ২০১৯ (বাসস ডেস্ক): ইরান তার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ‘গোয়েন্দা ড্রোন’ ভূপাতিত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেছে, তারা ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় সেটি ভূপাতিত করে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানায়। খবর এএফপি’র।
বিপ্লবী গার্ডের বরাত দিয়ে ইংরেজি ভাষার প্রেস টিভি পরিবেশিত খবরে বলা হয়, ইরানের দক্ষিণ উপকূলীয় হুরমুজগান প্রদেশে ‘তাদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের তৈরী গ্লোবাল হক পর্যবেক্ষণ ড্রোন ভূপাতিত করা হয়েছে।’
তবে রাষ্ট্রীয় টেলিভিশনে ভূপাতিত করা ড্রোনটির ছবি দেখানো হয়নি।
ড্রোনটি এমন এক সময় ভূপাতিত করা হলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে।
যুক্তরাষ্ট্র অত্যন্ত স্পর্শকাতর উপসাগরীয় জলসীমায় তেল ট্যাঙ্কারে একের পর এক হামলায় হাত থাকায় ইরানকে দায়ী কওে আসছে।
এদিকে ইরান তেল ট্যাঙ্কারে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছে, বরং এসব হামলায় ওয়াশিংটনের ইন্ধন থাকতে পারে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সমর্থন পেতে যুক্তরাষ্ট্র এমন নাটক সাজিয়েছে।
বাসস/এমএজেড/১৩১৫/জুনা