বাসস ক্রীড়া-৭ : মেসির পেনাল্টি আটকে দেয়ার রহস্য জানালেন হ্যাল্ডরসন

321

বাসস ক্রীড়া-৭
ফুটবল-হালডারসন
মেসির পেনাল্টি আটকে দেয়ার রহস্য জানালেন হ্যাল্ডরসন
মস্কো (রাশিয়া), ১৬ জুন ২০১৮ (বাসস) : রাশিয়া বিশ্বকাপে গতরাতে নিজেদের প্রথম ম্যাচে ১-১ সমতা থাকা অবস্থায় ৬৪ মিনিটে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেননি দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকরের পেনাল্টি আটকে দেন আইসল্যান্ডের চিত্রপরিচালক ও গোলরক্ষক হ্যানেস হ্যাল্ডরসন। শেষ পর্যন্ত বিশ্বকাপ আসরে অভিষেক হওয়া আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয় দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মেসির পেনাল্টি আটকে দেয়ার রহস্য ম্যাচ শেষে বললেন হ্যাল্ডরসন বলেন, ‘প্রথম ম্যাচেই মেসির পেনাল্টি আটকে দেবো, এটা স্বপ্নেই সম্ভব। পেনাল্টি নিয়ে আমি অনেক অনুশীলন করেছিলাম। আমার মনে হতো, এমন পরিস্থিতি ম্যাচে আসতে পারে। যা বিবেচনায় রেখে আমি মেসির অনেক পেনাল্টিও দেখেছি। পাশাপাশি আমি যেসব পেনাল্টির মুখোমুখি হয়েছিলাম সেগুলোও দেখেছি। এতে যারা পেনাল্টি নেয় তাদের সম্পর্কে আমার ধারণা তৈরি হয়েছে। আমার মনে হয়েছিলো, সে ডান-দিকেই শট নিবে। এজন্য আমি ডান-দিকে ঝাঁপিয়ে পেনাল্টি আটকে দিয়েছি।’
ম্যাচ ভালো পারফরমেন্স করা এবং দলকে সাফল্য এনে দেয়া স্বপ্ন ছিলো হ্যাল্ডরসনের। প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করা অনেক বড় সাফল্য আইসল্যান্ডের। দলের সাফল্যে অবদান রাখতে পেরে খুশী হ্যালডরসন বলেন, ‘এমন ড্র স্বপ্ন সত্যি হওয়ার মতো। এমন একটি পেনাল্টি রুখে দিয়ে দলকে ১ পয়েন্ট এনে দিতে পেরেছি। এই ১টি পয়েন্ট পরের রাউন্ডে যেতে আমাদের সহায়তা করবে। এটি আমার জন্য বিশেষ কিছু।’
আগামী ২২ জুন নাইজেরিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আইসল্যান্ড।
বাসস/এএমটি/১৬২০/মোজা/স্বব