বাসস প্রধানমন্ত্রী-৩ : জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

240

বাসস প্রধানমন্ত্রী-৩
শেখ হাসিনা-বাণী
জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
ঢাকা, ১৯ জুন, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
আগামীকাল (২০ জুন) জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯ উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী একথা বলেন।
পরিবেশ ও প্রতিবেশগত শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবারের এ আয়োজনের প্রতিপাদ্য ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। অধিক জনসংখ্যা আমাদের বনাঞ্চল সংরক্ষণের প্রধান অন্তরায়। আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘এ লক্ষ্যে বৃক্ষহীন ও অবক্ষয়িত বনভূমি, প্রান্তিক ভূমি এবং উপকূলীয় অঞ্চলে ব্যাপক বনায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বন ও বৃক্ষ জরিপ কাজে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত প্রজাতির ফলদ-বনজ বৃক্ষ ও আধুনিক প্রযুক্তি জনগণের মাঝে ছড়িয়ে দিতে জাতীয় বৃক্ষমেলাসহ প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমি আশা করি, সর্বস্তরের জনগণ বৃক্ষমেলা হতে উন্নত এবং উচ্চ ফলনশীল, জলবায়ুু ও পরিবেশবান্ধব চারা সংগ্রহ করে রোপণ ও সংরক্ষণের মাধ্যমে দেশের বনজ সম্পদ বৃদ্ধি, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং সমৃদ্ধকরণে কার্যকর ভূমিকা রাখবেন।’
শেখ হাসিনা বলেন, ‘সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব রোধ ও টেকসই পরিবেশ উন্নয়নকল্পে বিজ্ঞানভিত্তিক ও লাগসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বন উন্নয়ন ও দারিদ্র্যমোচন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। পাশাপাশি গ্রামীণ বেকার যুব সমাজ, দুস্থ ও নিঃস্ব গ্রামীণ মহিলাগণ স্বপ্রণোদিত হয়ে বনায়ন ও এর রক্ষাণাবেক্ষণ কাজে অংশগ্রহণ করছেন।’
বাণীতে এ বছর যারা বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৮, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০১৯ এবং সামাজিক বনায়নে যে সকল উপকারভোগী লভ্যাংশ পেয়েছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।
এছাড়াও প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং শিক্ষার মাধ্যমে বনজ সম্পদ রক্ষায় জনসাধারণকে আগ্রহী ও সচেতন করে তুলতে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯ এর সার্বিক সাফল্য কামনা করেন।
বাসস/তবি/বিকেডি/১৮৪০/কেএআর