বাসস রাষ্ট্রপতি-২ : উন্নয়নকে টেকসই করতে সকল পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

176

বাসস রাষ্ট্রপতি-২
হামিদ-বাণী
উন্নয়নকে টেকসই করতে সকল পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
ঢাকা, ১৯ জুন, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, উন্নয়নকে টেকসই করতে সকল পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে কৃষি, শিল্পসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কোনো বিকল্প নেই। তবে উন্নয়নকে টেকসই করতে সকল পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
আগামীকাল (২০ জুন) বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। বিশ্বব্যাপী বায়ুদূষণ বৃদ্ধির প্রেক্ষাপটে এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বায়ু দূষণ’।
আবদুল হামিদ বলেন, ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। ইটভাটা বায়ুদূষণের অন্যতম উৎস হওয়ায় সরকার ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’ জারি এবং কার্যকর করেছে।’
সবুজ শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে সরকার শিল্প উদ্যোক্তাদেরকে বিশেষভাবে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে দেশে বিদ্যমান প্রায় ৭২ শতাংশ ইটভাটাকে পরিবেশসম্মত এবং জ্বালানি সাশ্রয়ী উন্নত প্রযুক্তির হাইব্রিড হফম্যান, টানেল বা আধুনিক জিগ জ্যাগ প্রযুক্তির ইটভাটায় রূপান্তর করা হয়েছে। একই সাথে শিল্প প্রতিষ্ঠানে বায়ুদূষণ রোধে এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।’
রাষ্ট্রপতি বলেন, ‘মানুষের জীবনের সাথে পরিবেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। সারাবিশ্বে বর্ধিত জনসংখ্যার চাপ, দ্রুত নগরায়ণ, মাটি, পানি ও বায়ুদূষণের কারণে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। বায়ুম-লে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে।’
সমৃদ্ধ সুস্থ জাতি গঠনে পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, ইটভাটা, শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার ফলে বাংলাদেশেও বায়ুদূষণের হার ক্রমেই বেড়ে চলেছে। বায়ুদূষণের কারণে প্রতি বছর অসংখ্য মানুষ বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে।’
তিনি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব পরিবেশ দিবস ২০১৯’ পালিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ এবং দিবসটি উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
বাসস/তবি/বিকেডি/১৮০৫/শআ