টি-২০ ম্যাচে মাত্র ৬ রানে অল আউট মালি নারী দল

228

রুয়ান্ডা, ১৯ জুন, ২০১৯ (বাসস) : নারীদের একটি টি-২০ টুর্নামেন্টে মাত্র ৬ রানে অল আউট হবার লজ্জাজনক রেকর্ড গড়েছে মালি। রুয়ান্ডার রাজধানী কিগালি সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে মালির দেয়া ৬ রানের লক্ষ্য টপকে যেতে রুয়ান্ডা নারী দলকে মাত্র ৪ বল খেলতে হয়েছে।
এর মাধ্যমে নারীদের টি-২০ ম্যাচে সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড গড়েছে মালি। এর আগে এ বছরই জানুয়ারিতে ব্যাংককে নারী টি-২০ স্ম্যাশে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চায়না মাত্র ১৪ রানে অল আউট হয়ে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছিল। আরব আমিরাতের গড়া ৩ উইকেটে ২০৩ রানের জবাবে চায়না মাত্র ১০ ওভারে ১৪ রানে অল আউট হয়। ১৮৯ রানের বিশাল জয় নিয়ে আরব আমিরাত নারীদের টি-২০ টুর্নামেন্টে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ে। তবে ১১৬ বল হাতে রেখে রুয়ান্ডার জয়টি এখন সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
মালির ইনিংসটি ৯ ওভার পর্যন্ত স্থায়ী ছিল। ৬ রানের মধ্যে মাত্র এক রান এসেছে ব্যাট থেকে। ওপেনিং ব্যাটার মারিয়াম সামাকে ঐ ১ রান সংগ্রহ করেন। এরপর প্রত্যেকেই শুণ্য রানে ফিরে গেছে। বাকি পাঁচ রান এসেছে অতিরিক্ত খাতা থেকে।
রুয়ান্ডার হয়ে ১৯ বছর বয়সী মিডিয়াম পেসার জোসিয়ানে নাইরানকুনডিনেজা কোন রান না দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছে। আরেক মিডিয়াম পেসার মেরি ডিয়ানে ও লেগ স্পিনার মারগুয়েরিটে দুটি করে উইকেট পেয়েছেন। বিমেনিমানা তার ৩ ওভারে সর্বোচ্চ ২ রান দিয়েছেন। জবাবে রুয়ান্ডার দুই ওপেনার উয়িমবাবাজি ও নাইরানকুনডিনেজা মালির ওপেনিং বোলার ইয়োমা সানগারের প্রথম ওভারেই জয় তুলে নেন।