খুলনা নিউজপ্রিন্ট মিলের জমিতে নতুন পেপার মিল স্থাপন করা হবে : নূরুল মজিদ হুমায়ন

231

সংসদ ভবন, ১৯ জুন ২০১৯ (বাসস) : বন্ধ হওয়া খুলনা নিউজপ্রিন্ট মিলস লি. এর জমিতে একটি নতুন পেপার মিল স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।
সংসদে আজ সরকারি দলের সদস্য মোহাম্মদ এবাদুল করিমের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন এ কথা জানান।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)’র আওতাধীন ৭টি মিল বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে খুলনা নিউজপ্রিন্ট মিলস লি., খুলনা হার্ডবোর্ড মিলস লি., ঢাকা লেদার কোম্পানি লি., নর্থবেঙ্গল পেপার মিলস লি., উজালা ম্যাচ ফ্যাক্টরি লি. কর্ণফূলি রেয়ন কমপ্লেক্স ও ট্যাকেরহাট লাইমস্টোন মাইনং প্রজেক্ট।
এসব বন্ধ মিলের মধ্যে খুলনা নিউজপ্রিন্ট মিলস লি. ও খুলনা হার্ডবোর্ড মিলস লি. এর ৪৭.৫৭ একর জমির মধ্যে ৫.১৬ একর জমিতে ১ হাজার ৫শ’ মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন প্রি-ফেব্রিকেটেড গোডাউন নির্মাণ এবং অবশিষ্ট ৪২.৩১ একর জমিতে নতুন একটি পোপার মিল স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।
এছাড়া অন্য বন্ধ শিল্প কারখানা চালু করতে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে।