২০২০ সালের পুনঃনির্বাচনী প্রচারণা শুরু ট্রাম্পের

211

অর্ল্যান্ডো, ১৯ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ২০২০ সালের পুনঃনির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
ট্রাম্প ফ্লোরিডার অর্ল্যান্ডোতে জনাকীর্ণ জনসভায় তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা একবার ব্যালট বক্সে ভূমিকম্প ঘটিয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমরা একবার এমন করেছি এবং আমরা আবারও তা করতে যাচ্ছি এবং এইবার আমরা আমাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করবো।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন এই নেতা বলেন, ‘আমাদের অর্থনীতি বিশ্বের কাছে ঈর্ষণীয়।’
এ সময় তিনি তার আমলে দেশের শক্তিশালী চাকরী বাজারের কথা তুলে ধরে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমর্থকদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমেরিকাকে আবার মহান করতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আগের যে কোন সময়ের চেয়ে আমেরিকাকে আমরা ভাল অবস্থানে নিয়ে যাব।’
ট্রাম্প বলেন, ‘এজন্যই আজ রাতে আমি আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রার্থী হিসেবে আমার প্রচারণা শুরু করছি।’
এ সময় সাংবাদিকরা ‘ভুয়া খবর প্রকাশ করে’ উল্লেখ করে ট্রাম্প সেখানে উপস্থিত কর্তব্যরত সংবাদিকদের অবজ্ঞা ও টিটকারী দেয়ার জন্য জনগণকে বারবার উসকানি দিতে থাকেন।
এরপর তিনি ডেমোক্র্যাটদের ওপর চড়াও হন।
ট্রাম্প ডেমোক্র্যাটদের উদ্দেশ্য করে বলেন, ‘দয়া করে দেশকে পরিত্রাণ দিন।’
তিনি বলেন, ‘আমাদের কট্টর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীরা ঘৃণা, কুসংস্কার ও রাগ দিয়ে চালিত হচ্ছেন। তারা আপনাদের ধ্বংস করতে চায় এবং তারা আমাদের দেশকেও ধ্বংস করতে চায়। আমরা এটা খুব ভাল করেই জানি।’
এ সময় উপস্থিত জনতা ডেমোক্র্যাটদের উদ্দেশ্যে মুহূর্মুহু ‘দুয়ো’ ধ্বনি দিচ্ছিল।
ট্রাম্প বলেন, ‘তাদের যা চায় তা করতে দেয়া হবে না। তা গ্রহণযোগ্য নয়।’