শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো বাউল গানের আসর

458

ঢাকা, ১৯ জুন, ২০১৯ (বাসস) : বাউল গানের মূর্ছনায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ মেতে উঠলো। বাউল শিল্পীরা গতরাতে একটানা চারঘন্টা শ্রোতাদের মুগ্ধ করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতরাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই আসর চলে। একাডেমির নিয়মিত প্রযোজনা মাসিক সাধুসঙ্গ-এর তৃতীয় পর্ব ছিলো এ আসর।
শুরুতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক এই আসরের উদ্দেশ্য তুলে ধরে বলেন, লালনের তত্ত্ব বাণী প্রচার প্রসারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে এই সাধুসঙ্গের আয়োজন করা হচ্ছে। আজ তৃতীয় পর্বের আসরে শিল্পীরা শাইজীর ভাবতত্বের গান পরিবেশন করছেন। এতে করে শাইজীর গানের মাতাত্ব শ্রোতারা উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, লালন গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল করিম ও ড. আবু ইসহাক হোসেন।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র পরিকল্পনায় এই আয়োজনে লালনগীতি পরিবেশন করেন বাউল শিল্পী সফি মন্ডল, টুন টুন ফকির, সমির বাউল, আনোয়ার শাহ, মিজানুর রহমান ভূট্টো ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউল দল।