ঢাকায় আগামীকাল আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

410

ঢাকা, ১৯ জুন, ২০১৯ (বাসস) : প্রথম বারের মতো ঢাকায় সাতদিনব্যাপী ‘আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯ ’ আগামীকাল শুরু হচ্ছে। উৎসবে বাংলাদেশসহ ৭টি দেশ অংশ নিচ্ছে।
সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ উৎসব চলবে ২৬ জুন পর্যন্ত। উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বাংলাদেশসহ এ উৎসবে আরও অংশ নিচ্ছে চীন, রাশিয়া, ফ্রান্স, ভারত, ভিয়েতনাম ও নেপাল। বাংলাদেশের দুটি দল এবং আমন্ত্রিত দেশগুলোর ৬টি দল এতে নাটক প্রদর্শনী করবে।
উৎসব আয়োজন কমিটির পরিচালক দেব্রপসাদ দেবনাথ বাসসকে জানান , ২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। নাট্যোৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবু হেনা মোস্তফা কামাল।
উৎসেবর প্রথম দিনে ২০ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের ধৃতি নৃত্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ মায়ার খেলা ’নাট্যগীতি পরিবেশন করবে। ২১ জুন বিকেল পাঁচটায় ফ্রান্স’এর নাট্যদল ‘থিয়েটার দ্য ভিদে লুসান এবং ইয়ং ভিক লন্ডন ’ মঞ্চস্থ করবে ‘ও মাই সুইট ল্যান্ড’ এবং সন্ধ্যায় সাতটায় ‘ম্যাকবেথ ’ নাটক মঞ্চস্থ করবে ভারতের নাটকের দল ‘কোরাস রেপার্টরী থিয়েটার, ২২ জুন সন্ধ্যায় ৭টায় বাংলাদেশের অস্বেষা থিয়েটার মঞ্চস্থ করবে ‘জয়তুন বিবির পালা ’ নাটক, ২৩ জুন সন্ধ্যা ৭টায় চীনের নাটকের দল ‘ জোহো থিয়েটার মঞ্চস্থ করবে ‘এফ সিকে ’ নাটক , ২৪ জুন সন্ধ্যায় ৭টায় নেপালের নাটকের দল মান্দালা থিয়েটার মঞ্চস্থ করবে ‘ ঝিয়ালিয়া-ড্রাগনফ্লাই ’ নাটক, ২৫ জুন একই সময়ে ভিয়েতনামের নাটকের দল লে নক থিয়েটার মঞ্চস্থ করবে নাটক ‘কিম তু’, ২৬ জুন সন্ধ্যা ৭টায় রাশিয়ার নাটকের দল নিকোলাই জাইকভ থিয়েটার মঞ্চস্থ করবে ‘লাইট পাপেট শো’।
উৎসব ২২ জুন দুপুর সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে ‘আন্তার্জাতিক, জাতীয় ও ব্রাত্যজনীন থিয়েটারের পারস্পরিক বিনিময়’ শীর্ষক সেমিনার । জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই সেমিনারে অংশগ্রহণকারী দেশের নাট্যকারগণ অংশ নেবেন।
দেবপ্রসাদ দেবনাথ জানান, সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত প্রথম বারের মতো এই উৎসব বাস্তবায়ন করছে শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট।