সাকিব-লিটন-মুস্তাফিজের প্রশংসা করলেন মাশরাফি

187

টনটন, ১৮ জুন, ২০১৯ (বাসস) : দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসানের ১২৪ ও লিটন দাসের ৯৪ রানের কল্যাণে বিশ্বকাপের নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের পেছনে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানেরও অনেক বেশি অবদান আছে বলে মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টনটনে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘সাকিব বরাবরের মতোই দলের জন্য অবদান রাখছে। প্রতি ম্যাচেই সে নেমে এমন কিছু করেছে, এক কথায় অসাধারন। আশা করছি, দলের বাকিরাও সবাই এরকম পারফর্ম করে তাকে সঙ্গ দিবে।’
এবারের বিশ্বকাপে প্রথম খেলার সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন লিটস দাস। তাই লিটনের প্রশংসা করতে ভুল করেননি মাশরাফি, ‘আজ লিটন অসাধারণ খেলেছে। সাধারণত সে টপ-অর্ডারে ব্যাট করে, তার জন্য পাঁচে নামাটা কঠিন ছিল। কিন্তু সে মানিয়ে নিয়েছে এবং পারফর্মও করেছে।’
সাকিব-লিটনের দুর্দান্ত প্রশংসা করে ম্যাচের টার্নিং পয়েন্টের কথা বলেন মাশরাফি। তার মতে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৪০তম ওভারে কাটার মাস্টার মুস্তাফিজের দু’উইকেট ম্যাচের টার্নিং পয়েন্ট। ঐ ওভারে দু’টি উইকেট নেন ফিজ। উইকেটে বিধ্বংসী রূপে থাকা শিমরোন হেটমায়ার ও মাত্রই উইকেটে আসা আরেক বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে বিদায় দেন মুস্তাফিজ। হেটমায়ার ২৬ বলে ৫০ ও রাসেল ২ বলে শুন্য হাতে ফিরেন। তাই ঐ ওভারটি ম্যাচের টার্নিং পয়েন্ট বলে জানান মাশরাফি, ‘ক্যারিবিয় ইনিংসে ৪০তম ওভারে মুস্তাফিজের ২টি উইকেট ম্যাচের টার্নিং পয়েন্ট।’