বাসস দেশ-১০ : ১১ মাসে ৬৮ শতাংশ এডিপি বাস্তবায়ন

159

বাসস দেশ-১০
এডিপি-বাস্তবায়ন
১১ মাসে ৬৮ শতাংশ এডিপি বাস্তবায়ন
ঢাকা, ১৮ জুন, ২০১৯ (বাসস) : চলতি ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়নের হার বেড়েছে। জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৯৭ শতাংশ। এ সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে এক লাখ ২০ হাজার ৪৩ কোটি টাকা। বিগত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬২ দশমিক ৮১ শতাংশ টাকার অংকে যার পরিমাণ ৯৮ হাজার ৯৭৮ কোটি টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত অর্থবছরের তুলনায় এ বছর এডিপি বাস্তবায়নের হার বেড়েছে। পাশাপাশি খরচের পরিমাণও বেড়েছে। প্রকল্প বাস্তবায়নের মানের দিকে নজর রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
চলতি অর্থবছরের ১১ মাসে এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে-নির্বাচন কমিশন সচিবালয়,ভূমি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। পিছিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ,ধর্মবিষয়ক মন্ত্রণালয়,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়।
বাসস/এএসজি/আরআই/১৭২০/জেহক