রান তাড়া করে ম্যাচ জয়ের নয়া রেকর্ড গড়লো বাংলাদেশ

216

টনটন, ১৮ জুন, ২০১৯ (বাসস) : রান তাড়া করে নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ম্যাচ জয়ের নয়া রেকর্ড গড়লো বাংলাদেশ। গতরাতে টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে দ্বাদশ বিশ্বকাপের ২৩তম ম্যাচ জয়ের জন্য বাংলাদেশকে ৩২২ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ।
দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসানের ১২৪ ও লিটন দাসের ৯৪ রানের কল্যাণে বিশ্বকাপের নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেয়া টার্গেট স্পর্শ করে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। যার মাধ্যমে নিজেদের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ে টাইগাররা।
২০১৫ সালের বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের টার্গেটে ৩২২ রান করে ৬ উইকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ। তবে কাল ৩২২ রান টার্গেট থাকায় ম্যাচ জিতে আগের রেকর্ড ভেঙ্গে নয়া কীর্তি গড়লো বাংলাদেশ।