মসজিদে হামলার ভিডিও শেয়ার করায় নিউজিল্যান্ডে নাগরিকের কারাদন্ড

241

ওয়েলিংটন, ১৮ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার দায়ে মঙ্গলবার দেশটির এক নাগরিককে ২১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সেখানে জঘন্যতম এ হামলায় নামাজ পড়তে আসা ৫১ মুসলিম নিহত হয়। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড নগরীর দু’টি মসজিদে বন্দুকধারী ব্রেন্টন ট্যারান্টের গত ১৫ মার্চের ভয়াবহ হামলার চারদিন পর ফিলিপ আর্পস’কে ক্রাইস্টচার্চ থেকে গ্রেফতার করা হয়। আর এটি ছিল আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
ওই হামলা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিজনক ভিডিও ফুটেজ শেয়ার করার দু’টি অভিযোগের ব্যাপারে আর্পস দোষ স্বীকার করলে তাকে এ শাস্তি দেয়া হয়।