মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবে ইসরাইল

243

জেরুজালেম, ১৭ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : ইসরাইল মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবে। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ওয়াশিংটনের শান্তি পরিকল্পনার অর্থনৈতিক দিক নিয়ে বাহরাইনে আগামী ২৫ ও ২৬ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, বাহরাইনের এ সম্মেলনে ইসরাইল প্রতিনিধিত্ব করবে।
তিনি আরো বলেন, প্রযুক্তি, উদ্ভাবনসহ নানা উপায়ে এই অঞ্চলের উন্নয়নে অবদান রাখার সামর্থ্য ইসরাইলের রয়েছে।
সম্মেলনে ইসরাইলের সরকারি কর্মকর্তা নাকি ব্যবসায়ী নেতৃবৃন্দ যোগ দেবে তা বিস্তারিতভাবে বলা হয়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের জামাতা জারেড কুশনারের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যে শান্তি প্রস্তাব উত্থাপন করেছে তা মেনে নিলে ফিলিস্তিন অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে বলা হচ্ছে। যদিও প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত রোববার আভাস দিয়েছেন নভেম্বরের আগে তা প্রকাশ করা হবে না।
ফিলিস্তিনীরা ইতোমধ্যে এ প্রস্তাব প্রত্যাখ্যান এবং বাহরাইন সম্মেলন বয়কট করার কথা জানিয়েছে।
গত সপ্তাহে হোয়াইট হাউজ বলেছে, মিসর, মরক্কো, জর্ডান সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছে। এছাড়া জাতিসংঘ মধ্যপ্রাচ্য বিষয়ক তাদের ডেপুটি সমন্বয়কারীকে পাঠানোর ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্র ২০১৭ সালে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে ওয়াশিংটন ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্কে তিক্ততা তৈরি হয়।