বাজিস -১ : মেহেরপুরে ফার্মেসিতে অগ্নিকান্ড

316

বাজিস -১
মেহেরপুর- অগ্নিকান্ড
মেহেরপুরে ফার্মেসিতে অগ্নিকান্ড
মেহেরপুর, ১৭ জুন, ২০১৯ (বাসস) : সদর উপজেলার রাজনগর গ্রামের বাজারে রোববার রাত১১টার দিকে একটি ওষুধের ফামের্সিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে সুমাইয়া ফার্মেসি নামের ওই ফার্মেসিতে থাকা ওষুধ, একটি কম্পিউটার, আইপিএস, ২টি ফ্যান, মোবাইলসহ অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায় ।
স্থানীয়রা জানায়, রাজনগর প্রাইমারী স্কুলের মাঠে পিকনিক করতে আসা যুবকেরা আগুন দেখে চিৎকার করেন। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে মেহেরপুর শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সুমাইয়া ফার্মেসির মালিক মামুনুর রশিদ রাতে ফামের্সি বন্ধ করে বাড়ি যাবার পর অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফামের্সির মালিক জানান, অগ্নিকান্ডে অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শেখ জাহিদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
বাসস/সংবাদদাতা/১০১৫/নূসী