বাজিস-৯ : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক খালে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত

204

বাজিস-৯
ঝিনাইদহ-দুর্ঘটনা
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক খালে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত
ঝিনাইদহ, ১৬ জুন, ২০১৯ (বাসস) : জেলার কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ব্রিজের উপর থেকে খালে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে।
আজ রোববার ভোর ৬ টার দিকে কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবুল খায়ের জানান, জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামি একটি সিমেন্ট বোঝাই ট্রাক (কুষ্টিয়া ট ১১-১৭৭০) কালীগঞ্জের ছালাভরা নামকস্থানে পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর থেকে খালে পড়ে যায়। এতে ট্রাকের মধ্যে থাকা ড্রাইভার জনি (৩৫) ও হেলপার তৌহিদ (২১) ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত ড্রাইভার জনি কুষ্টিয়ার ভেড়াপাড়া উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুর রহমান জানান, সম্ভাবত ট্রাকের সামনের চাকা ব্লাষ্ট হয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর থেকে খালের মধ্যে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশকেটে ড্রাইভার ও হেলপারকে বের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকটি রাস্তার ব্রিজের উপর থেকে খালে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৭২৫/এমকে/