গুয়াতেমালায় হাইতি ও গিনির ২৪ শরণার্থী গ্রেফতার

262

গুয়াতেমালা সিটি, ১৬ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : গুয়াতেমালার পুলিশ হাইতি ও গিনির ২৪ শরণার্থীকে গ্রেফতার করেছে। তারা উত্তর সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল।
শনিবার পুলিশের মুখপাত্র পাবলো ক্যাস্টিলো বলেন, গুয়াতেমালা নগরীর উত্তরাঞ্চলের একটি বাস স্টেশনে তাদের গ্রেফতার করা হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি আরো বলেন, হন্ডুরান সীমান্তের কাছে চিকুইমুলা নগরীতে শরণার্থীদের দলটি ওই বাসে ওঠে। এটি শরণার্থীদের গুয়াতেমালা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথের একটি পোস্ট।
তিনি আরো বলেন, ‘শরণার্থী দলটিতে ছয় নারী ও এক শিশু ছিল। এদের ২০ জন হাইতি ও চার জন গিনি থেকে এসেছে।’
গ্রেফতারকৃত ২৪ জনের সবাইকে রাজধানীর একটি শরণার্থী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।