বাসস ক্রীড়া-১০ : শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রথম ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে জার্মানি

333

বাসস ক্রীড়া-১০
ফুটবল-জার্মানি-মেক্সিকো
শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রথম ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে জার্মানি
মস্কো (রাশিয়া), ১৬ জুন, ২০১৮ (বাসস) : ফুটবল বিশ্বকাপের ২১তম আসরে আগামীকাল ‘এফ’ গ্রুপে মুখোমুখি হবে চারবার ও বর্তমান চ্যম্পিয়ন জার্মানি ও মেক্সিকো। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
ব্রাজিলে গত আসরের শিরোপা জিতেছিলো জার্মানি। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। তাই এবার জার্মানদের লক্ষ্য শিরোপা ধরে রাখা।
লক্ষ্য পূরণের পথে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লড়বে জার্মানি। ভালো শুরুর ইঙ্গিত দিলেন জার্মানদের ম্যাজিক কোচ জোয়াকিম লো, ‘আমরা আমাদের মতই খেলবো। শিরোপা ধরে রাখাই মূল লক্ষ্য আমাদের। তবে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমরা।’
এই গ্রুপের অন্য দু’টি দল হলো- সুইডেন ও দক্ষিণ কোরিয়া।
বাসস/এএমটি/১৭৪৫/স্বব