ট্যাংকার হামলায় ইরানকে দায়ী করলেন সৌদি যুবরাজ

250

রিয়াদ, ১৬ জুন, ২০১৯(বাসস ডেস্ক): সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান দুটি তেলের ট্যাংকারে হামলার জন্যে প্রতিদ্বন্দ্বী ইরানকে দায়ী করেছেন। একইসঙ্গে সৌদি আরবের ওপর যে কোন হুমকি মোকাবেলায় তিনি দ্বিধা করবেন না বলেও জানান। রোববার প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার ওমান উপসাগরে দুটি তেলের ট্যাংকারে হামলা হয়। এ সময়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ইরান সফরে ছিলেন। এ প্রসঙ্গে যুবরাজ প্যান আরব ডেইলি আশারক আল আওসাতকে বলেন, অতিথি হিসেবে তেহরান জাপানের প্রধানমন্ত্রীকেও সম্মান করলো না। এমনকি তার কূটনৈতিক প্রচেষ্টার জবাব দিলো দুটি ট্যাংকারে হামলা চালিয়ে, যার একটি জাপানের।
তিনি বলেন, আমরা এ অঞ্চলে যুদ্ধ চাই না। কিন্তু আমাদের জনগণ, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা এবং মৌলিক স্বার্থের ওপর আঘাত আসলে তা মোকাবেলায় আমরা পিছ পা হবো না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার জন্যে সরাসরি ইরানকে দায়ী করেন।
ইরান দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাখ্যান করে।