বাসস ক্রীড়া-৮ : সার্বিয়ার প্রত্যাবর্তন সুখকর করতে চায় না কোস্টা রিকা

354

বাসস ক্রীড়া-৮
ফুটবল-সার্বিয়া-কোস্ট রিকা
সার্বিয়ার প্রত্যাবর্তন সুখকর করতে চায় না কোস্টা রিকা
মস্কো (রাশিয়া), ১৬ জুন. ২০১৮ (বাসস) : ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের চতুর্থ দিনের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে কোস্টা রিকা ও সার্বিয়া। ‘ই’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
২০১০ সালের বিশ্বকাপে অংশ নেয়নি কোস্টা রিকা। তবে পরের আসরে ব্রাজিলে নিজেদের সেরা পারফরমেন্সই করেছে তারা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত কোয়ার্টারফাইনালে উঠতে পারে কোস্টা রিকা। শেষ আটে পেনাল্টি শুটে নেদারল্যান্ডসের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
এবার বিশ্বকাপে নিজেদের পঞ্চম আসরেও ভালো করার প্রত্যয় কোস্টা রিকার। তাই সার্বিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না দলের অধিনায়ক ব্রায়ান রুইজ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচটি আমরা জিততে চাই।’
গত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সার্বিয়া। তাই এই বিশ্বকাপটি তাদের জন্য প্রত্যাবর্তনই বটে। তাই নিজেদের প্রথম ম্যাচটি স্মরনীয় করে রাখতে চান সার্বিয়ার কোচ আলেক্সান্ডার কোলারভ, ‘এবারের বিশ্বকাপটি আমাদের কাছে অন্যরকম। নিজেদের প্রত্যাবর্তনের আসরটি জয় দিয়ে স্মরনীয় করে রাখতে চাই।’
বাসস/এএমটি/১৭৪২/স্বব