বাজিস-১২ : কুষ্টিয়া ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

313

বাজিস-১২
দুর্ঘটনা-কুষ্টিয়া-ঝিনাইদহ
কুষ্টিয়া ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
ঢাকা, ১৫ জুন, ২০১৯ (বাসস) : কুষ্টিয়া ও ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় আজ যথাক্রমে এক মোটরসাইকেল চালক ও এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন।
বাসস’র কুষ্টিয়া সংবাদদাতা জানান, আজ জেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইল নামক স্থানে ট্রাক চাপায় নাহারুল (৩৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নাহারুল জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফারাকপুর এলাকার মৃত সামস আলীর ছেলে।
আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অনুরুর জায়েদ জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইলে মতিয়া ফিলিং স্টেশনের সামনে একটি দ্রুতগামি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে চালক নাহারুল ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, বাসস’র ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার মহেশপুর উপজেলার ঘুগরী গ্রামে ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
নিহত জুনায়েদ উপজেলার বাগানমাঠ গ্রামের কালু মিয়ার ছেলে।
শনিবার সকালে ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল আলম জানান, শিশু জুনায়েদ বাড়ি থেকে দাদীর সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় শিশু জুনায়েদকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় ইজিবাইকটি আটক করা রয়েছে।
বাসস/সংবাদদাতা/২১৩০/-এমকে