বাসস ক্রীড়া-৪ : সালাহ’কে নিয়ে ঝুঁকি নিতে চাইনি : কুপার

316

বাসস ক্রীড়া-৪
ফুটবল-সালাহ
সালাহ’কে নিয়ে ঝুঁকি নিতে চাইনি : কুপার
মস্কো (রাশিয়া), ১৬ জুন, ২০১৮ (বাসস) : উরুগুয়ের বিপক্ষে মিশরের হয়ে ফুটবল রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি গতকাল জন্মদিন থাকা মোহাম্মদ সালাহ। কিছু সময় খেলার জন্য ফিট থাকলেও টিম ম্যানেজমেন্ট সালাহকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বলে জানালেন মিশরের কোচ হেক্টর পুকার।
তিনি বলেন, ‘কিছু সময় বা এক অর্ধ খেলার জন্য ফিট ছিলো সালাহ। কিন্তু তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাইনি। তবে আশা করছি রাশিয়ার বিপক্ষে পরের ম্যাচে তাকে মাঠে নামাতে পারবো।’
গত ২৬ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে ইনজুরিতে পড়েন লিভারপুলের হয়ে খেলতে নামা ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা সালাহ।
‘এ’ গ্রুপে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে আগামী ১৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মিশর।
গতকাল এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হারে মিশর।
বাসস/এএমটি/১৭৩০/স্বব