বাজিস-৭ নাটোরের রাণী ভবানী রাজবাড়ী চত্বরে পাখির অভয়াশ্রম উদ্বোধন

141

বাজিস-৭
নাটোর-পাখির অভয়াশ্রম
নাটোরের রাণী ভবানী রাজবাড়ী চত্বরে পাখির অভয়াশ্রম উদ্বোধন
নাটোর, ১৫ জুন, ২০১৯ (বাসস) : জেলা সদরে রাণী ভবানী রাজবাড়ী চত্বরে পাখির অভয়াশ্রম উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার এই অভয়াশ্রম উদ্বোধন করেন।
এ সময় তিনি একটি হরিতকি গাছের চারা রোপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পক্ষিকূলের আশ্রয়স্থল নির্মাণ প্রকল্পের সমন্বয়কারী যশোধন প্রামানিক প্রমুখ।
পাখির অভয়াশ্রম উদ্বোধনকালে পানিসম্পদ সচিব বলেন, জীববৈচিত্র রক্ষা করে আমাদের সুন্দর দেশকে বাসযোগ্য রাখতে পাখিদের রক্ষা করতে হবে। এসব অভয়াশ্রমে পাখিদের বিচরণের ও খাদ্যের জন্যে উপযোগী দেশীয় ফলের গাছ রোপন ও পরিচর্যা করা হচ্ছে।
পক্ষিকূলের আশ্রয়স্থল নির্মাণ প্রকল্পের সমন্বয়কারী যশোধন প্রামানিক জানান, জেলার সদর উপজেলার হালতি বিল, চলনবিল এলাকায় সিংড়া উপজেলার ডাহিয়া এবং বড়াইগ্রাম উপজেলার চিনিডাঙ্গার বিলে আরো তিনটি পাখির অভয়াশ্রম তৈরীর প্রস্তুতি চলছে।
এরআগে গতবছরে নাটোর সদরে উত্তরা গণভবনের অভ্যন্তরে ও বাইরে দু’টি পাখির অভয়াশ্রম উদ্বোধন করা হয়।
বাসস/সংবাদদাতা/১৭১০/-এমকে