নড়াইলের তিন উপজেলায় পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

434

নড়াইল, ১৫ জুন, ২০১৯ (বাসস)-জেলার তিন উপজেলায় সোনালী আঁশ পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।চলতি মওসুমে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায় মোট ২০হাজার ৯শ’৫০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,নড়াইল সদর উপজেলায় ৬হাজার ৪শ’৫০ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ১১হাজার ৫শ’৫০ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ২হাজার ৯শ’৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এ তিন উপজেলায় মোট ২লাখ ৩০ হাজার ৪শ’ ৫০ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায় বলেন, গত কয়েক বছর পাটের ন্যায্যমূল্য পেয়ে কৃষকরা এবছর বেশি জমিতে পাটের চাষ করেছেন।গত বছরের চেয়ে এবার এ জেলায় ২হাজার ৯শ’৫০ হেক্টর বেশি জমিতে পাটের চাষ করেছেন।গত বছর এ জেলায় পাটের আবাদ হয়েছিল ১৮ হাজার হেক্টর জমিতে।সরকারের পক্ষ থেকে চাষিদের উন্নতমানের বীজ সরবরাহ করা হয়েছে।এছাড়া সার,ব্যাংক লোনসহ সব ধরনের সহযোগিতা করা হয়েছে বলে তিনি জানান।