চীন-দক্ষিণ এশিয়া ব্যবসা-সহযোগিতা তথ্যভান্ডার গড়তে সমঝোতা-স্মারক স্বাক্ষর

378

ঢাকা, ১৪ জুন, ২০১৯ (বাসস) : চীনের কুনমিংয়ে চায়না-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামে চায়না আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ (সিসিপিআইটি), ইউনান উপ-পরিষদ ও দক্ষিণ এশীয় দেশসমূহের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মধ্যে চীন-দক্ষিণ এশিয়া ব্যবসা-সহযোগিতা তথ্যভান্ডার গড়ে তুলতে একটি সমঝোতা-স্মারক স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা এ সমঝোতা-স্মারকে স্বাক্ষর করে।
সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও চায়না-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামের প্রতিনিধিরাও এতে স্বাক্ষর করেন।
এ স্মারকের আওতায় সংশ্লিষ্ট পক্ষগুলো সহযোগিতার সম্ভাব্য সুযোগ-সুবিধা খুঁজে বের করতে ও ব্যবসায়িক উদ্যোগকে আরো উন্নত সেবা দিতে পরস্পরের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য, বাজার ও নীতিমালা এবং ফোরাম ও প্রদর্শনীর মতো কাজের তথ্য বিনিময় ও আদান-প্রদানের লক্ষ্যে একটি কর্ম পদ্ধতি গড়ে তুলবে।