বাসস বাজেট-৩৮ : প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ

313

বাসস বাজেট-৩৮
বাজেট-জিডিপি
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ
ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার (জিডিপি)-এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৮ দশমিক ২ শতাংশ।
অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য যে বাজেট পেশ করেন, তাতে তিনি প্রবৃদ্ধির এই আশা প্রকাশ করেন।
তিনি বলেন,‘আমাদের প্রবৃদ্ধির প্রধান উৎস হলো শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে ভোগ ও বিনিয়োগ এবং বহিঃস্থ চাহিদা বৃদ্ধিতে রফতানি হবে আমাদের মনোযোগের ক্ষেত্র।’
বাসস/আরআই/২০১৮/-জেজেড