বাসস বাজেট-৯ : স্থানীয় সরকার বিভাগে ৩৪ হাজার ২৪১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

132

বাসস বাজেট-৯
স্থানীয় সরকার-বিভাগ
স্থানীয় সরকার বিভাগে ৩৪ হাজার ২৪১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
ঢাকা, ১৩ জুন, ২০১৯ (বাসস) : ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের জন্য ৩৪ হাজার ২৪১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ বরাদ্দের প্রস্তাব করেন।
এরমধ্যে পরিচালন খাতে ৪ হাজার ৩২১ কোটি ৫৪ লাখ এবং উন্নয়ন খাতে ২৯ হাজার ৯১৯ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বিগত ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে ৩০ হাজার ৬৯৬ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ করা হয়।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, আগামী অর্থবছরে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ৬৬ হাজার ২৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত, পুনঃনির্মাণ করা হবে। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পল্লী উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, উপজেলা ও ইউনিয়ন সড়ক সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নসহ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পানির উৎস স্থাপন, গ্রামীণ পাইপ ওয়াটার স্কীম, উৎপাদক নলকূপ স্থাপন, পানির পাইপলাইন, পানির শোধনাগার ও উচ্চ জলাধার নির্মাণ, আর্সেনিক মিটিগেশন কার্যক্রম গ্রহণ এবং সেনিটেশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।
বাসস/এএসজি/এমএসএইচ/১৭৪৮/এসই