হবিগঞ্জে অনাবাদী জমিতে চাষাবাদ বাড়ছে

220

হবিগঞ্জ, ১২ জুন ২০১৯ (বাসস) : জেলায় গত দুইবছরে আটহাজার হেক্টর জমি আউশ ধানের আবাদে যুক্ত হয়েছে। আরো চারহাজার ৭৮০ হেক্টর জমিতে আবাদ প্রক্রিয়াধীন রয়েছে।
একই সময়ে জেলায় ২৪০টি ফলের বাগান সৃজন করা হয়েছে। ১০৮টি ভুট্টার প্রদর্শনী ব্যবস্থা করা হয়।
এছাড়াও কৃষি খামার থেকে চারশ’ টন সার উৎপাদন হয়েছে। কম্পোস্ট সার উৎপাদন হয়েছে তিনশ’ টন।
আজ বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে ‘সিলেট অঞ্চলে শষ্যের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ‘হবিগঞ্জ জেলায় শষ্যের নিবিড়তা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা জাহিদুল আমিন।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষকরা অংশগ্রহণ করেন।