গোপালগঞ্জে ‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

262

গোপালগঞ্জ, ১২ জুন, ২০১৯ (বাসস) : জেলায় ‘সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ’ শীর্ষক প্রকল্পের দিনব্যাপী এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার গোপালগঞ্জ জেলা মৎস্য প্রশিক্ষন ইনস্টিটিউট হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় জেলার পাঁচটি উপজেলার ৮০ জন মৎস্যজীবি অংশ নেন।
কর্মশালায় জেলার বিভিন্ন খাল-বিল ও নদীতে মৎস্য আহরন বৃদ্ধি ও মৎস্যজীবিদের জীবন মান বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।