কবি আলাওল স্মরণে কাল বাংলা একাডেমিতে সেমিনার

359

ঢাকা, ১২ জুন ২০১৯ (বাসস) : বাংলা সাহিত্যের সপ্তদশ শতাব্দীর কবি সৈয়দ আলাওল স্মরণে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
কবি সৈয়দ আলাওলকে বাংলা সাহিত্যের পন্ডিত কবি হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি ১৬০৭ সালে তৎকালে বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৬৭৩ সালে ৬৬ বছর বয়সে কবি ইন্তেকাল করেন।
কবি আলাওলের গ্রন্থগুলো হচ্ছে, পদ্মাবতী, সাথী ময়না ও লোকরানি, সয়ফুলমুলুক বদিউজ্জামান, তোফা ও রাগতালনামা। কবি আলাওল স্মরণে ফরিদপুরে ‘ কবি আলাওল সাহিত্য পুরস্কার ’শীর্ষক পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতিবছর দেশের খ্যাতিমান লেখক ও কবিদের এই পুরস্কার প্রদান করা হয়।
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আাগামীকাল ১৩ জুন বিকেল চারটায় সেমিনারে কবির কর্ম ও জীবনের ওপর একক বক্তব্য রাখবেন অধ্যাপক গোলাম মুস্তফা। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত ভাষণ দেবেন একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।