বৃষ্টির ফাঁকে ড্রেসিংরুমে মাশরাফি-সাকিব-মুশফিকদের ‘গেম শো’

433

বিস্ট্রল, ১২ জুন, ২০১৯ (বাসস) : বৃষ্টির কারণে গতকাল পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ। বৃষ্টির ফাঁেক বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ে ‘গেম শো’ আয়োজন করে আয়োজকরা। গেম শো’টি বেশ উপভোগ করেছেন মাশরাফি-সাকিক-মুশফিক-মাহমুদুল্লাহরা।
কী ছিল সেই গেম শোর’তে? সাত-আটটি কাগজের টুকরায় বিভিন্ন ক্রিকেটারদের নাম লিখে একটি পাত্রে রাখা হয়। খেলার নিয়ম হলো, একটি করে কাগজ তুলতে হবে এবং যে ক্রিকেটারের নাম লেখা থাকবে তার সেরা অ্যাকশন নকল করে দেখাতে হবে।
এই গেম’শোতে প্রথম কাগজ তোলেন সাকিব আল হাসান। কাগজে লেখা নাম দেখেই হাসতে থাকেন তিনি। এরপর ঐ ক্রিকেটারের অ্যাকশন নকল করে দেখান সাকিব। সাকিবের নকল অ্যাকশন দেখেই উত্তর দেন মুশফিক। বলেন এই অ্যাকশন আমার।
সাকিবের পর কাগজ তোলন রুবেল হোসেন। যেই ক্রিকেটারের নাম উঠে তার অ্যাকশন নকল করেন রুবেল। সাথে সাথে আবারো মুশফিক উত্তর দিলেন, ‘এটি মুরালিধরনের অ্যাকশন।’
এরপর কাগজ তোলেন মুশফিক। কাগজে নাম উঠা ক্রিকেটারের অ্যাকশন নকল করেন মুশি। তার নকল অ্যাকশনের উত্তর দিয়ে সাকিব বলেন, ‘এটিই ক্রিস গেইলের শট।’
তার ছক্কা মারার ভঙ্গি সহজেই ধরে ফেলেন সাকিব। বলেন ‘ক্রিস গেইল’।
এরপর সাকিব আবারও একটি কাগজ তুলে নেন। কাগজে উঠা ক্রিকেটারের নাম দেখে নিজের দু’হাটুঁতে হাত বুলাতে থাকেন সাকিব। তা দেখে উত্তর দেন মুশফিক। বলেন, ‘প্লেয়ার ইজ মাশরাফি বিন মর্তুজা।’
মাশরাফির নাম উঠতেই এরপর কাগজ তুলেন বাংলাদেশ অধিনায়ক। কাগজে লেখা খেলোয়াড়ের নাম দেখেই ‘ফ্লাইং কিস’ অভিনয় করেন মাশরাফি। তা দেখেই স্পিনার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘মাহমুদুল্লাহ রিয়াদ।’ সেঞ্চুরির পর ‘ফ্লাইং কিস’ দিয়েই নিজের দুর্দান্ত মূর্হুতকে উদযাপন করে থাকেন মাহমুদুল্লাহ।
এরপর দু’বার কাগজ তুলে পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার অ্যাকশন নকল করেন মিরাজ। আকরামের অ্যাকশন সহজে বলেও দিলেও, লারার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন মাশরাফি। বলেন, ‘ব্রায়ান লারা ওইরম করত নাকি, ব্যাডা ফাগল। পুল দেখায় এরকম (লারার মত পুল শট করে দেখান মাশরাফি)। আর এরপরই শেষ হয় টাইগারদের গেম শো।