এনার্জিপ্যাক মীরসরাই জোনে স্টিল প্ল্যান্ট ও কন্টেইনার প্ল্যান্ট স্থাপন করবে

357

ঢাকা, ১১ জুন, ২০১৯ (বাসস) : দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এনার্জিপ্যাক লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৩০ একর জমিতে স্টিল প্ল্যান্ট এবং কন্টেইনার প্ল্যান্ট স্থাপন করবে। এখানে প্রতিষ্ঠানটি ৯৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চাই।
এ লক্ষে আজ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মধ্যে জমির ইজারা চুক্তি সই হয়েছে।
এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ছোট থেকে বড় এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এনার্জিপ্যাকের সঙ্গে এই চুক্তি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এনার্জিপ্যাকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম আশা প্রকাশ করেন কন্টেইনার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে তারা এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতার বাজারে যুক্ত হতে পারবে বলে আশা প্রকাশ করেন।
সভায় এনার্জিপ্যাকের প্রকল্পের ওপর একটি উপস্থাপনা পরিবেশন করা হয়।