শেয়ার বাজারের সূচক ও লেনদেন ক্রমেই বাড়ছে

248

ঢাকা, ১১ জুন, ২০১৯ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মোট ৩৫২ টি কো¤পানির ১৪ কোটি ৮৫ লক্ষ ১৫ হাজার ৬৬৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৭৮ কোটি ৬৮ লক্ষ ৪৪ হাজার ৬৩৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৪.৩৯ পয়েন্ট বেড়ে ৫৪৭৫.৯৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২০.১৬ পয়েন্ট বেড়ে ১৯২১.৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১২.৫২ পয়েন্ট বেড়ে ১২৪৪.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২২৪ টির, কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, বিবিএস কেবলস্, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন হাউজিং, নিউলাইন ক্লোথিং ও ডরিন পাওয়ার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- কাশেম ইন্ডাঃ, গ্লোবাল ইন্সুঃ, সোনালি আঁশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, নিউলাইন ক্লোথিং, জেমীনি সী ফুড, জেএমআই সিরিঞ্জ, আরামিট লিঃ, জাহিন স্পিনিং ও সিটি জেনারেল ইন্সুঃ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা-১, ইমাম বাটন, হাওয়া ওয়েল টেক্স, ঢাকা ডাইং, মাইডাস ফাইন্যান্স, প্রগতি লাইফ ইন্সুঃ, অলটেক্স ইন্ডাঃ, ন্যাশনাল লাইফ ইন্সুঃ, দেশবন্ধু পলিমার ও মেঘনা লাইফ ইন্সুঃ।