বাসস ক্রীড়া-১৭ : ডেবিট কার্ড ব্যবহারের পরামর্শ ইসিবির

274

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-বিশ্বকাপ
ডেবিট কার্ড ব্যবহারের পরামর্শ ইসিবির
লন্ডন, ১০ জুন, ২০১৯ (বাসস) : দুর্নীতি মুক্ত একটি বিশ্বকাপ উপহার দিতে অঙ্গীকারাবদ্ধ ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সকল খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার ও ম্যাচ রেফারিদের জন্য বিশেষ ডেবিট কার্ড চালু করেছে এবং টুর্নামেন্টকালে নগদে লেনদেন না করতে পরামর্শ দিয়েছে।
প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে নগদ অথবা চেকের পরিবর্তে ইসিবির চালু করা বিশেষ ডেবিট কার্ডে খেলোয়াড় ও কর্মকর্তাদের যাবতীয় পাওনা ও ভাতাদি জমা করা হয়েছে।
রিপোর্টে বলা হয়, ‘গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হওয়া ৬ জুন পর্যন্ত খেলোয়াড়, টিম কর্মকর্তা এবং ম্যাচ রেফারিদের যাবতীয় দেনা-পাওনা ইসিবি জমা দিয়েছে। এ কার্ডের মেয়াদ আগামী আগস্ট মাস পর্যন্ত এবং কেনাকাটা, দেনা-পাওনা এবং রেস্টুরেন্টের বিল পরিশোধ করতে এ কার্ড ব্যবহার করা যাবে।’
আইসিসি জানিয়েছে দুর্নীতি মুক্ত এবং অনাকাংক্ষিত প্রস্তাব থেকে খেলোয়াড়রদের রক্ষা করতে আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতায় বিশ্বকাপে কিছু বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।
আইসিসির এ উদ্যোগকে অনুমোদিত সকল বোর্ড সমর্থন করেছে।
বাসস/স্বব/২০০০/এমএইচসি