বাসস দেশ-২১ : ওসি মোয়াজ্জেমকে অবশ্যই দায়ভার বহন করতে হবে : কামাল

281

বাসস দেশ-২১
কামাল-নুসরাত-মোয়াজ্জেম
ওসি মোয়াজ্জেমকে অবশ্যই দায়ভার বহন করতে হবে : কামাল
ঢাকা, ৯ জুন, ২০১৯ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউই আইনের উর্ধ্বে নয়, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
তিনি তার মন্ত্রণালয়ে আজ সাংবাদিকদের বলেছেন, ‘অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যদি ওসি, মন্ত্রণালয় কর্মকর্তা অথবা জনপ্রতিনিধিও হয়ে থাকেন তাকে দায়ভার নিতে হবে।’
মন্ত্রী বলেন, সোনাগাজি থানার প্রাক্তন ওসি মোয়াজ্জেম হোসেনকে যদি আদালত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় অভিযুক্ত করে তবে সে অনুসারে তাকে সাজা পেতে হবে।
তিনি বলেন, ‘ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আগে আদালতে চার্জ শীট জমা দেয়া হয়েছে।‘ কোর্ট এ ঘটনায় তার সংশ্লিষ্টতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সময় নিবে এবং ক্রমান্বয়ে তাকে বিচারের আওতায় আনা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে সরকার কঠোর নিরাপত্তা নিশ্চিত করায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ব্যতিরেকে মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ-উল ফিতর উদযাপন করেছে।
তিনি বলেন, ‘কোস্ট গার্ড, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা সংস্থাসমূহ ঈদ উদযাপনকালে কার্যকর ভূমিকা রেখেছে। তারা সাধারণ মানুষের সহায়তার পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করায় কঠোর পরিশ্রম করেছে।’
এক প্রশ্নের জবাবে কামাল পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ ইমিগ্রেশনের নিয়মাবলী সম্পন্ন করেছিলেন উল্লেখ করে বলেন, ‘ইমিগ্রেশন পুলিশ তাকে পাসপোর্ট দেখাতে বললে, ক্যাপ্টেন বলেন পাসপোর্ট তার ব্যাগে।’
এ ঘটনায় পুলিশের এক সাব ইন্সপেক্টরকে অস্থায়ীভাবে সাসপেন্ড করা হয়েছে।
কামাল বলেন, ‘আমরা প্রতিদিন ইমিগ্রেশন বিভাগে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই। অন্য দেশ থেকে ফেরত আসা বাংলাদেশীদের ভ্রমণ অতিক্রম করার সময় পরীক্ষা করে দেখতে হবে। কারণ, আমরা প্রায়ই ফেরত আসা বাংলাদেশীদের সম্পর্কে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার তথ্য পাচ্ছি।’
বাসস/এসএএস/অনু- জেজেড/২০৪৬/জেহক