ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষের মিউজিয়াম বাস চালু

492

ঢাকা, ৯ জুন, ২০১৯ (বাসস) : ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ মিউজিয়াম বাস চালু করেছে।
আজ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই বাসটি নতুনভাবে চালু করেন।
শিগগিরই আরও ৩টি সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন চতুর্মাত্রিক মুভিবাস এবং অত্যাধুনিক টেলিস্কোপ সমৃদ্ধ ২টি অবজারভেটরি ভ্যান চালু করা হবে বলে মহাপরিচালক জানান।
মিউজিয়াম বাস চালু করা নতুন আঙ্গিকে এবং নানা বৈচিত্র্যে নান্দনিকভাবে সুসজ্জিত করা হয়।
মিউজিয়াম বাসটি গত আট বছর যাবৎ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পরিভ্রমণ করে বিজ্ঞান শিক্ষায় অনন্য অবদান রাখছে। এই বাসটির ভিতরে রয়েছে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় উপকরণ।
আগামী ১৫ই জুন রাজধানীর সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে নতুন সাজে সজ্জিত এ বাসটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “মূলত ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য এটি আকর্ষণীয় করা হয়েছে।