শ্রীলংকায় অনির্ধারিতভাবে চার্চ পরির্দশনে মোদি

219

কলম্বো, ৯ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলংকায় অনির্ধারিতভাবে একটি ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন।
প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কার্যালয়ে যাওয়ার পথে মোদি ও তার সফরসঙ্গীরা আকস্মিকভাবে সেইন্ট এন্থনি চার্চে যান। ইস্টার সানডে’তে এই চার্চে আত্মঘাতি বোমা হামলা চালানো হয়।
টুইটারে চার্চে যাওয়া নিজের ছবি পোস্ট করতে গিয়ে মোদি লেখেন, ‘আমার বিশ্বাস শ্রীলংকা আবার ঘুরে দাঁড়াবে।’
প্রতিবেশী মালদ্বীপে সরকারি সফর শেষে দেশে ফেরার পথে মোদি কলম্বোয় যাত্রাবিরতি করেন।
এ অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে নয়াদিল্লীর প্রচেষ্টার প্রেক্ষাপটে প্রতিবেশী এই দুই দেশে মোদির সংক্ষিপ্ত কিন্তু রাজনৈতিকভাবে গুরুত্বপুর্ণ এই সফর অনুষ্ঠিত হয়।