বাসস ক্রীড়া-১১ : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জাপান

130

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-অনূর্ধ্ব-১৯-বিশ্বকাপ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জাপান
টোকিও, ৯ জুন ২০১৯ (বাসস) : প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটে পা রাখল সূর্যদোয়ের দেশ জাপান। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে এশিয়ার এই সমৃদ্ধ অর্থনীতির দেশটি। প্রথমবারের মত ক্রিকেটের যে কোন বিশ্ব আসরে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে দলটি।
তবে আজব এক পরিস্থিতির কারণে জাপানীদের এই যোগ্যতা অর্জিত হয়েছে। পাপুয়া নিউ গিনির (পিএনজি) বিপক্ষে ম্যাচের ফলাফলের ভিত্তিতেই তাদের এই যোগ্যতা অর্জনের কথা ছিল। কিন্তু অভ্যন্তরীণ ডিসিপ্লিন ভঙ্গের কারণে ১৪ সদস্যের স্কোয়াডের ১১ জনকেই বহিষ্কার করে পিএনজি কর্তৃপক্ষ। ফলে চূড়ান্ত ওই ম্যাচের জন্য দল গঠনে ব্যর্থ হয়েছে তারা। যে কারণে ম্যাচটি বাতিল হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট পিএনজি জানায়, আমরা কোড অব কন্ডাক্ট মেনে চলার ব্যাপারে খুবই কঠোর।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৭০৫/মোজা/নীহা