শ্রীলংকায় চার্চে হামলার তদন্ত নিয়ে এমপিদের সঙ্গে প্রেসিডেন্টের বিরোধ

199

কলম্বো, ৯ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : শ্রীলংকার পার্লামেন্ট ইস্টার সানডে’তে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিরাপত্তা ঘাটতির ব্যাপারে চলমান তদন্তে বিঘ্ন সৃষ্টি না করতে প্রধানমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনাকে সতর্ক করেছে।
রোববার স্পিকারের অফিস একথা জানিয়েছে।
সিরিসেনা পার্লামেন্টের এই সিলেক্ট কমিটি (পিএসসি)’র তদন্তে সহায়তা করবেন না এবং প্রতিরক্ষা বা পুলিশ সদস্যদের এতে সাক্ষ্য বা জবাবদিহি করার অনুমতি দেবেন না বলে ঘোষণা দেয়ার পর তাকে সতর্ক করা হল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ২১ এপ্রিল চার্চের হামলার ঘটনায় পার্লামেন্টারি সিলেক্ট কমিটির (পিএসসি) তদন্তের বিরোধিতা করতে শুক্রবার রাতে মাইথ্রিপালা সিরিসেনা জরুরি মন্ত্রিপরিষদ বৈঠকের আহ্বান করেন।
ওই ঘটনায় ২৫৮ জন নিহত ও প্রায় ৫শ’ জন আহত হয়। নিহতদের মধ্যে ৪৫ জন বিদেশি।