কলম্বিয়া সীমান্তে জড়ো হয়েছে কয়েক হাজার ভেনিজুয়েলান

199

ভিলা ডেল রজারিও (কলম্বিয়া) ৯ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : ভেনিজুয়েলার কয়েক হাজার নাগরিক খাদ্য ও ঔষুধের আশায় শনিবার কলম্বিয়া সীমান্তে জড়ো হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পুনরায় সীমান্তটির একটি অংশ খুলে দেয়ার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। দেশটিতে তীব্র খাবার ও ঔষুধের সংকট চলছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক দিন আগে মাদুরো পশ্চিমাঞ্চলীয় রাজ্য তাচিরার সীমান্ত পুনরায় খুলে দেয়ার নির্দেশ দেন।
সীমান্তের যে অংশটি খুলে দেয়া হয়েছে তার কাছেই ভেনিজুয়েলার নাগরিকদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক ত্রাণ সহায়তা জমা করেছিল। মাদুরো সরকার সেই সহয়তা গ্রহণে অস্বীকৃতি জানায়।
শনিবার ভোরে কয়েক হাজার লোক সীমান্ত সেতুর দিকে ছুটে যায়। সেতুটি দুই দেশকে সংযোগ করেছে।
কান্না জড়িত কন্ঠে বেলকি র‌্যাঙ্গেল (৩৪) বলেন, ‘আমার দুটি মেয়ে ডেঙ্গু জ্বরে ভুগছে। কলম্বিয়ায় গিয়ে আমাকে তাদের চিকিৎসা করাতে হবে।’
তিনি তার পাঁচ বছর ও আট বছরের দুটি শিশুকে নিয়ে সীমান্ত পার হওয়ার জন্য তিন ঘন্টা ধরে অপেক্ষা করছেন।
কলম্বিয়ায় অভিবাসন সংস্থার প্রধান ক্রিস্টিয়ান ক্রুয়েগার বলেন, দুপুর নাগাদ ১৮ হাজার লোক ভেনিজুয়েলা থেকে ও ৮ হাজার লোক কলম্বিয়া থেকে সীমান্ত অতিক্রম করেছে।