বাসস ক্রীড়া-১ : নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হারলো আফগানিস্তান

297

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-বিশ্বকাপ
নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হারলো আফগানিস্তান
টনটন, ৯ জুন, ২০১৯ (বাসস) : অধিনায়ক কেন উইলিয়ামসনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ক্রিকেট বিশ্বকাপে গতকাল আফগানিস্তানের বিপক্ষে সাত উইকেটে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড।
শুরুতেই দুইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন ও রস টেইলরের শত রানে ভর করে ১৭ ওভারের বেশি হাতে রেখেই জয়ের জন্য ১৭৩ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ২২ রানে একবার জীবন পেয়ে শেষ পর্যন্ত দলের সর্বোচ্চ ৭৯ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। ৯৯ বলের ইনিংসে নয়টি বাউন্ডারি হাকান তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন টেইলর। ৫২ বল মোকাবেলায় ছয়টি চার এবং একটি ছক্কা হাকিয়ে আফতাব আলমের তৃতীয় শিকার হন তিনি।
নিউজিল্যান্ডের পতন হওয়া তিন উইকেটের সব ক’টিই শিকার করেন আফতাব।
এই জয়ে বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই জয় পেল নিউজিল্যান্ড। পক্ষান্তরে তিন ম্যাচের তিনটিতেই হারলো আফগানিস্তান।
এর আগে নিউজিল্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার জেমস নিশামের বোলিং তোপে ১৭২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ইংল্যান্ডে চলমান আইসিসি দ্বাদশ বিশ্বকাপের ত্রয়োদশ ও আজ দিনের দ্বিতীয় ম্যাচে টসের বিপরীত আগে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালই করে বিশ্ব ক্রিকেটের উদীয়মান শক্তি উপমহাদেশের দল আফগানিস্তান। ইনজুরির কারণে নিয়মিত ওপেনার মোহাম্মদ শাজাদের পরিবর্তে নুর আলী জাদরান ও হযরতউল্লাহ জাজাই উদ্বোধনী জুটিতে ১০ দশমিক ৫ ওভারে ৬৬ রান সংগ্রহ করে।
জাজাই ২৮ বল মোকাবেলায় ৫ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৩৪ রান করে নিশামের প্রথম শিকার হলে দলীয় ৬৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। মাত্র দুই বল পর আবারো আফগান শিবিরে আবারো আঘাত হানে টুর্নামেন্টে আগের দুই ম্যাচেই জয় পাওয়া কিউইরা। দলীয় স্কোরে আর কোন রান যুক্ত হওয়ার আগেই পেসার লোকি ফার্গুসনের শিকার হন আরেক ওপেনার নুর আলী জাদরান। ৩৮ বল মোকাবেলায় ৫টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন জাদরান। এরপর রানের খাতা খোলার আগে রহমত শাহ নিশামের দ্বিতীয় শিকারে পরিণত হলে দলীয় ৬৬ রানেই তৃতীয় উইকেট হারায় আফগানরা। এরমধ্যেও একমাত্র ব্যতিক্রম ছিলেন হাসমউল্লাহ শাহিদি। এক প্রান্ত আগলে রেখে কেবলমাত্র সতীর্থদের আসা-যাওয়াই দেখেছেন তিনি।
টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাওয়া আফতাব আলম ছাড়া শেষ দিকে আর কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। শাহিদি ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি তুলে ৫৯ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে ৪১ দশমিক ১ ওভারে ১৭২ রানে থামে আফগানিস্তান ইনিংস। ৯৯ বল মোকাবেলায় ৯টি বাউন্ডারি হাকিয়ে ফার্গুসনের চতুর্থ শিকার হন শাহিদি। অপর প্রান্তে ১১ বলে ৭ রানে অপরাজিত থাকেন হামিদ হাসান।
দশ ওভার বোলিং করে ৩১ রানে পাঁচ উইকেট শিকার করেন নিশাম। নয় দশমিক ও ওভার বোলিং করে ৩৭ রানে ৪ উইকেট নেন ফার্গুসন।
বাসস/স্বব/০৯২৫/-এএমটি