বাসস ক্রীড়া-২২ : নিশামের বোলিং তোপে ১৭২ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

577

বাসস ক্রীড়া-২২
ক্রিকেট-বিশ্বকাপ
নিশামের বোলিং তোপে ১৭২ রানে গুটিয়ে গেল আফগানিস্তান
টনটন, ৮ জুন, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার জেমস নিশামের বোলিং তোপে ১৭২ রানেই গুটিয়ে গেল আফগানিস্তান। ইংল্যান্ডে চলমান আইসিসি দ্বাদশ বিশ্বকাপের ত্রয়োদশ ও আজ দিনের দ্বিতীয় ম্যাচে টসের বিপরীত আগে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালই করে বিশ্ব ক্রিকেটের উদীয়মান শক্তি উপমহাদেশের দল আফগানিস্তান। ইনজুরির কারণে নিয়মিত ওপেনার মোহাম্মদ শাজাদেও পরিবর্তে নুর আলী জাদরান ও হাযরতউল্লাহ জাজাই উদ্বোধনী জুটিতে ১০ দশমিক ৫ ওভারে ৬৬ রান সংগ্রহ করে।
জাজাই ২৮ বল মোকাবেলায় ৫ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৩৪ রান করে নিশামের প্রথম শিকার হলে দলীয় ৬৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। মাত্র দুই বল পর আবারো আফগান শিবিরে আবারো আঘাত হানে টুর্নামেন্টে আগের দুই ম্যাচেই জয় পাওয়া কিউইরা। দলীয় স্কোরে আর কোন রান যুক্ত হওয়ার আগেই পেসার লোকি ফার্গুসনের শিকার হন আরেক ওপেনার নুর আলী জাদরান। ৩৮ বল মোকাবেলায় ৫টি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন জাদরান। এরপর রানের খাতা খোলার আগে রহমত শাহ নিশামের দ্বিতীয় শিকারে পরিনত হলে দলীয় ৬৬ রানেই তৃতীয় উইকেট হারায় ্আফগানরা। এরমধ্যেও একমাত্র ব্যতিক্রম ছিলেন হাসমউল্লাহ শাহিদি। এক প্রান্ত আগলে রেখে কেবলমাত্র সতীর্থদের আসা-যাওয়াই দেখেছেন তিনি।
টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাওয়া আফতাব আলম ছাড়া শেষ দিকে আর কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। শাহিদি ওয়ানডে ক্যারিয়ারের অস্টম হাফ সেঞ্চুরি তুলে ৫৯ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে ৪১ দশমিক ১ ওভারে ১৭২ রানে থামে আফগানিস্তান ইনিংস। ৯৯ বল মোকাবেলায় ৯টি বাউন্ডারি হাকিয়ে ফার্গুসনের চতুর্থ শিকার হন শাহিদি। অপর প্রান্তে ১১ বলে ৭ রানে অপরাজিত থাকেন হামিদ হাসান।
দশ ওভার বোলিং করে ৩১ রানে পাঁচ উইকেট শিকার করেন নিশাম। নয় দশমিক ও ওভার বোলিং করে ৩৭ রানে ৪ উইকেট নেন ফার্গুসন।
বাসস/স্বব/২০৪৫/মোজা/ নীহা