বিশ্বকাপে নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

645

কার্ডিফ, ৮ জুন ২০১৯ (বাসস) : কাডির্ফের সোফিয়া গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান করেছে স্বাগতিক ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো ইংলিশরা। এছাড়া চলতি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান।
এ ম্যাচের আগে বিশ্বকাপ মঞ্চে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান। ২০১১ সালে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে করেছিলো ইংলিশরা। ঐ ম্যাচটি টাই হয়েছিলো।
এ ম্যাচে রেকর্ড গড়লেও, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান ইংল্যান্ডের। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯১ রান। ২০০৫ সালে নটিংহামে ৪ উইকেটে ৩৯১ রান করেছিলো ইংলিশরা।

কার্ডিফে নিজেদের কীর্তি ভেঙ্গে নয়া অর্জন ইংল্যান্ডের
কাডির্ফের সোফিয়া গার্ডেন্সে বিশ্বকাপের ১২তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলছে স্বাগতিক ইংল্যান্ড। ওপেনার জেসন রয়ের জেসন রয় ১৪টি চার ও ৫টি ছক্কায় ১২১ বলে ১৫৩ রানের সুবাদে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান বড় সংগ্রহ পেয়েছে ইংলিশরা ফলে কার্ডিফের এই ভেন্যুতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড।
কার্ডিফের এই ভেন্যুতে আগের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি অবশ্য ছিলো ইংল্যান্ডেরই। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪২ রান করেছিলো ইংলিশরা। ঐ ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন ওপেনার রয়। ১২টি চার ও ২টি ছক্কায় ১০৮ বলে ১২০ রানের বড় সংগ্রহ পেয়েছিলো ইংল্যান্ড। পরবর্তীতে অস্ট্রেলিয়াকে ৩০৪ রানে অলআউট করে ৩৮ রানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।