চলমান বিশ্বকাপ ক্রিকেট আসরকে স্মরণীয় রাখতে জাতিসংঘ সদর দপ্তরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

657

ঢাকা, ৮ জুন, ২০১৯ (বাসস) : চলমান বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর আসরকে আরও স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে জাতিসংঘস্থ যুক্তরাজ্য স্থায়ী মিশনে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে।
জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লন-এ প্রীতি ক্রিকেট ম্যাচ অংশ নেন বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দশটি দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন বলে আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ম্যাচটির মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী দেশসমূহের কূটনীতিকগণের মধ্যে আন্তঃসম্পর্ককে আরও উন্নত ও সুদৃঢ় করা।
কূটনীতিক সম্প্রদায় ও তাঁদের পরিবারবর্গ এবং জাতিসংঘ সদরদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে এই ম্যাচটির উদ্বোধন করেন যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত কারেন পিয়ারস্।
বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষে এই ম্যাচে অংশ নেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
স্থায়ী প্রতিনিধি মাসুদ তেইশ রানের অপরাজিত এক ইনিংস্ উপহার দেন। সতের বল বাকী থাকতেই রাষ্ট্রদূত মাসুদের দল তিন উইকেটে জয়লাভ করে। পেশাদার এই কূটনীতিকের ক্রিকেট-নৈপূণ্য অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে।
ইস্ট নদীর তীরে সবুজ ঘাস আচ্ছাদিত জাতিসংঘ সদরদপ্তরের নর্থ লন এসময় পরিণত হয় নিখাঁদ আনন্দমেলায়। সারাক্ষণ যাঁরা ব্যস্ত থাকেন জটিল ও বহুমূখী কূটনীতিক কর্মকান্ডে, এমন মানুষদের নিয়ে ক্রিকেটের এই ব্যতিক্রমধর্মী আয়োজন সকলেরই নজর কাড়ে। বয়সের বাঁধা উপেক্ষা করে নবীন-প্রবীণ কূটনৈতিকদের এই মেলবন্ধন প্রীতি ক্রিকেট ম্যাচের ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে অনেকেই মন্তব্য করেন।
নিউইয়র্কে এখন গ্রীস্মকাল। শুক্রবারের রৌদ্রকরোজ্জ্বল উষ্ণ দুপুরে আয়োজিত এই ম্যাচশুরু হয় বেলা চারটায় এবং বিকাল ছয়টায় শেষ হয়। আগত অতিথিদের ঐতিহ্যবাহী ব্রিটিশ খাবারে আপ্যায়িত করা হয়।